ইতালিতে খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবি

306

ইতালি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘উদ্দেশ্যমূলক’ রায় বাতিলের দাবিতে ইতালিতে ঢাকার জাতীয়তাবাদী সমর্থকবৃন্দের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সন্ধ্যায় রাজধানী রোমের তরপিনাত্তারায় সুন্দরবন রেষ্টুরেন্টের হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইতালি বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসাইন মোল্লা ও জুয়েল আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির উপদেষ্টা নুরুজ্জামান লাকী, বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন দেলোয়া, আবুল কালাম সায়মন, পাবেল রহমান তুহিন, শফিকুল ইসলাম শফি, মাহামুদুল হাসান, রুহুল আমিন রাহুল, মিজান মল্লিক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবুল কালাম, শহীদ উল্লা, এস এম মোমেন সরদার, তাজুল ইসলাম, ইনুছ মিজিসহ আরও অনেকে।

বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতায় একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে নির্বাচন দাবি করেন। তারা বলেন, দেশে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয়তাদী দল অবশ্যই জয়ী হবে।

Leave A Reply

Your email address will not be published.