‘মেধার ভিত্তিতে আমেরিকায় আসুন’

354

আর্ন্তজাতিক ডেস্ক: অভিবাসন নীতি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান অন্য দেশ থেকে যাঁরা আমেরিকায় আসছেন বা আসতে চান, তাঁরা মেধার ভিত্তিতে আসুক। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নয়।

অভিবাসন নীতি নিয়ে নিজের কঠোর মনোভাবের জন্য বিশ্বের নানা প্রান্তে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। বিশেষ করে অবৈধ অভিবাসী বাবা-মায়ের থেকে তাঁদের সন্তানরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দেশে-বিদেশে প্রবল নিন্দার ঝড় ওঠে। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকরা এ নিয়েই প্রশ্ন করেছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। তখন ট্রাম্প জানিয়েছেন, মেধার ভিত্তিতে আমেরিকায় কেউ থাকতে এলে তাতে তাঁর প্রশাসনের আপত্তি নেই।

ট্রাম্প বলেন, ‘‘সীমান্ত নিয়ে আমি খুবই কড়া। সেটা সবাই জানে। আমরা চাই, বিদেশ থেকে এখানে যাঁরা আসবেন, তাঁরা বৈধ ভাবে সীমান্ত পেরিয়ে আসবেন এবং মেধার ভিত্তিতে এ দেশে আসুন। আমরা যেটা চাই সেটা হল মেধা।’’ অর্থাৎ উচ্চশিক্ষিত এবং তথ্যপ্রযুক্তি কর্মীদের দিকেই স্পষ্ট ইঙ্গিত করেছেন ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ৩৫ বছর পরে অনেক গাড়ি সংস্থা তাঁদের দেশে ব্যবসা করতে আসছেন। তিনি বলেন, ‘‘আমি চাই অনেক মানুষ এ দেশে এসে থাকুন। অনেক ভাল ভাল গাড়ির সংস্থা এ দেশে আসছে। ৩৫ বছর পরে এটা সম্ভব হয়েছে। উইসকনসিনে এমনই এক সংস্থা বিশাল কারখানা খুলছে। তাই আমরা চাই মেধার জোরে বিদেশ থেকে অনেকেই এখানে আসুন যাঁরা আমাদের সাহায্য করতে পারবেন।’’

একই সাক্ষাৎকারে আরও একবার ‘চেন মাইগ্রেশন’ নীতির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘‘এটা খুবই খারাপ একটা নীতি। অনেকেই আমার সঙ্গে সম্মত হবেন। এ দেশের বেশির ভাগ মানুষই বলবেন যে তাঁরা চান না অপরাধীরা এ দেশে ঢুকুক। যারা আমাদের কোনও সাহায্য করতে পারবে না। তাই আমি চাই কড়া অভিবাসন নীতি।’’

একই সঙ্গে মার্কিন অর্থনীতির প্রশংসা করছেন ট্রাম্প। জানিয়েছেন, অর্থনৈতিক বিচারে বিশ্বের এক নম্বর দেশ এখন আমেরিকা।  তিনি বলেন, ‘‘চীন বা অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখুন। আমরাই সবার সেরা। সে জন্যই প্রচুর মানুষ এ দেশে আসতে চান। আর তার জন্য সীমান্তে আমাদের রক্ষীরা দারুণ কাজ করছেন।’’

Leave A Reply

Your email address will not be published.