রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক: দুই দিনের সফরে রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পবিত্র ওমরাহ পালন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর। সফরকালে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতাসহ ২টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
আগামীকাল বুধবার রিয়াদে সৌদি বাদশার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের ‘কাউন্সিল অব সৌদি চেম্বারস’ কর্তৃক আয়োজিত এক সেমিনারেও অংশগ্রহণ করবেন তিনি।
সফর শেষে আগামী শুক্রবার (১৯ অক্টোবর) জেদ্দা থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীরা।