ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের গুলি, নিহত ১

345

আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলি সেনারা আবারো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে কথিত ছুরিকাঘাতের চেষ্টা করার অভিযোগে ওই ফিলিস্তিনিকে গুলি করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরের উত্তর অংশে সালফিত শহর সংলগ্ন বারকান বসতি এবং এরিয়াল বসতির মধ্যে অবস্থিত প্রধান সড়কে ফিলিস্তিনিকে হত্যা করা হয়। নিহত ফিলিস্তিনির পরিচয় প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে দাবি করা হয়েছে, ঘটনাস্থলে এক ফিলিস্তিনি এক সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। তখন সেনারা তাকে টার্গেট করে গুলি করে এবং তিনি নিহত হন। তবে আমাদের সৈন্যদের কোনো ক্ষতি হয়নি।

এদিকে ইসরায়েলি বাহিনীর এ হত্যাকাণ্ডের বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী প্রায়ই কথিত ছুরিকাঘাতের অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালিয়ে তাদের হত্যা করে আসছে। মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি বাহিনীর এ ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে আসছে।

Leave A Reply

Your email address will not be published.