কানাডায় বিএনপির মিছিল

374

কানাডা প্রতিনিধি: ‘স্টপ এক্সট্রা জাজটিস কিলিং ইন বাংলাদেশ’ স্লোগানে কানাডার টরন্টো সিটিতে মিছিল করেছে কানাডা বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডা শাখার উদ্যোগে স্থানীয় সময় ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে টরন্টো সিটির ডেনপোর্থ এলাকায় এ মিছিল বের করা হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখানের ঘোষণা দেন কানাডা বিএনপি নেতারা।

কানাডা বিএনপির সভাপতি আহাদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির খানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কানাডা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী, মনিরুল হক মিলন, জাকরিয়া চৌধুরী, সৈয়দ তপন মামুদ, মুহাম্মদ হোসাইন, সিরাজুল হক চৌধুরী, আলী হোসাইন, আবু জহির মোহাম্মদ সাকিব, সঞ্জীব রায়, ফিরোজ আলম, মহিলা দল নেত্রী নাজমা হক ও রেহানা আকতার, ইমরান আহমেদ, খালেদ হোসাইন, মিজানুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.