ইউরোপকে তুরস্কের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: এরদোগান

341

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্য পদ নিয়ে সংস্থাটিকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্ব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।  হাঙ্গেরি সফররত এরদোগান সোমবার বুদাপেস্টে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৬৩ সালে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে আর এখন চলছে ২০১৮ সাল। সদস্যপদ প্রত্যাশী আর কোন দেশের বিষয়ে এমনটা হয়নি।’

এ ব্যাপারে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভের বিষয়টিতে আর অপেক্ষা করতে চান না। তিনি স্রেফ জানিয়ে দিয়েছেন যে, এ বিষয়ে ইউরোপকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে তারা তুরস্ককে নেবে কি না।

যৌথ ওই সংবাদ সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘হাঙ্গেরি তুরস্কের সদস্য পদ লাভের বিষয়টিতে সব সময়ই সমর্থন দিয়ে আসছে। তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কী চাই। তুরস্কের সাথে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আমাদের পন্থা খুঁজতে হবে। এখন আমরা যা করছি তা ন্যায় সঙ্গত নয়।’

তুরস্কের সদস্যপদ লাভের বিষয়ে হাঙ্গেরির সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে এরদোগান বলেন, এই সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

Leave A Reply

Your email address will not be published.