যে ১৯ জনের মৃত্যুদণ্ড
ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ১৪ বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সমাবেশে নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার সকালে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আলোচিত ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় এই রায় ঘোষণা করেন।
রায়ে মৃতদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মাওলানা তাজউদ্দিন, শেখ আবদুস সালাম, আবদুল মাজেদ, আবদুল মালেক, মাওলানা শওকত ওসমান, মাহিব উল্লাহ, মাওলানা আবু সায়ীদ, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামীম, মঈন উদ্দিন শেখ, রফিকুল ইসলাম, উজ্জ্বল ওরফে রতন ও মোহাম্মদ হানিফ।