পুরোপুরি সন্তুষ্ট নই, মাস্টারমাইন্ডের শাস্তি হয়নি: কাদের

403

ঢাকা: বর্বরোচিত ২১ আগস্ট  গ্রেনেড হামলা মামলার বিচার হওয়ার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলম্বিত এ রায়ে আমরা অখুশি নই। তবে পুরোপুরি সন্তুষ্টও নই। এই হামলার যে প্ল্যানার বা মাস্টারমাইন্ড, তার শান্তি হওয়া উচিত ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রায় ঘোষণা হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, এ হামলার মাস্টার মাইন্ডকে এসব দেশের জনগণ ভালোভাবেই জানে। গত ১৪ বছর ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ নির্মম-নৃশংস হত্যাকাণ্ডের আলামত তৎকালীন ক্ষমতাসীন সরকার নষ্ট করেছে। জজ মিয়া নাটক সাজানো হয়েছে। মুফতি হান্নান স্বীকারোক্তি দিয়ে গেছেন এ হামলার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

Leave A Reply

Your email address will not be published.