একদলীয় শাসন কায়েমের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার: ফখরুল

435

ঢাকা: সোমবার রাজধানীর লেক-শোর হোটেলের হল রুমে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন পাসে সাংবাদিকসহ সব নাগরিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মাধ্যমে দেশে কর্তৃত্ববাদী শাসন চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ধুলিসাৎ করে দেয়া হচ্ছে। গণতান্ত্রিক, মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলা হচ্ছে। এজন্য দেশের সকল মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.