ট্রাম্পকে সুপরামর্শ দেয়ার চেষ্টা করি: মেলানিয়া

457

আর্ন্তজাতিক ডেস্ক: আমি ট্রাম্পকে সব সময় সুপরামর্শ দেয়ার চেষ্টা করি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তার সুপরামর্শ ট্রাম্প শোনেন না বলেও জানিয়েছেন মেলানিয়া। আফ্রিকা সফররত মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বর্তমানে মিসরে রয়েছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে ট্রাম্প সম্পর্কে এ কথা জানান মেলানিয়া। আফ্রিকার চার দেশে মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রথম একক বিদেশ সফরে রয়েছেন মেলানিয়া ট্রাম্প।

মেলানিয়া আরো বলেন, আমার পরামর্শ আর সৎ উপদেশ তিনি কখনো শোনেন, কখনো শোনেন না। তবে আমার নিজস্ব বক্তব্য আছে, আছে নিজস্ব চিন্তাধারা। আর যা বিশ্বাস করি, সেটা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। মেলানিয়া বলেন, তার নিজস্ব চিন্তা ও বক্তব্য রয়েছে। সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ বলে ট্রাম্প মনে করেন।

Leave A Reply

Your email address will not be published.