আ’লীগের ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল!
ঢাকা: গত ১০ বছরেও বিএনপির ৯০ হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে এমন কোনো নজির নেই। কিন্তু মির্জা ফখরুলের স্মরণ থাকা উচিত ২০০৩ সালে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিনা কারণে ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।
রোববার (৭ অক্টোবর) সকালে কুষ্টিয়ার সৈয়দ মাছুদ রুমি কলেজের নবীন বরণ ও অভিভাবক এবং সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
হানিফ বলেন, বিএনপি’র কর্মকাণ্ড দেখে মনে হয়, তারা চায় জন্য একটি মগের মুল্লুকের রাজত্ব। যার যা খুশি করবে কেউ কিছু বলতে পারবে না। যেখানে আইনের কোনও শাসন থাকবে না এবং আইনের কোন কথাও বলা যাবে না।
এ তিনি বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেই দেশসেরা এবং সিনিয়র ডাক্তাররা সেখানে বসেন, তাদের কাছ থেকে ভালো চিকিৎসা পাওয়া যাবেনা এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যাবস্থার উপর অসম্মান করা হয়। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ যদি রাজনীতি না করতে চান তবে এ নিয়ে আর কথা বলা উচিত নয়।
এসময় কলেজের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গালিবের সভাপতিত্বে নবীন বরণ ও অভিভাবক এবং সুধি সমাজের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ আরও অনেকে।