বিশ্ববাসী এখন বাংলাদেশকে সম্মান দেয় : প্রধানমন্ত্রী

338

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববাসী আগে বাংলাদেশের নাম শুনলে বলতো ঘুর্ণিঝড়, দুর্যোগ ও অভাব অভিযোগের দেশ। এখন বলে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। বিশ্ববাসী এখন বাংলাদেশকে সম্মান দেয়।

শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের এক সমাবেশে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের নবনির্বাচিত ‘আন্তর্জাতিক পরিচালক’ কাজী আকরাম উদ্দিন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময়  প্রধানমন্ত্রী বলেন, ২৩ বছরের সংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর দেশ স্বাধীন হয়েছে বলেই আজ বাংলাদেশে ২০ হাজার লায়ন। অথচ পাকিস্তানে লায়ন রয়েছে ৯ হাজার। বাংলাদেশের লায়নকে আজ আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের ডাইরেক্টর নির্বাচিত করে। দেশ যদি স্বাধীন না হতো এই সম্মান পেতেন না। বাংলাদেশের লায়নরা আজ সারাবিশ্বে সেবা দিচ্ছে এটাও আমাদের জন্য কম পাওয়া নয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের সেবা করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের জন্য সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, এর চেয়ে বড় কাজ আর কী হতে পারে। আমি আমার জীবনটাকে উৎসর্গ করেছি বাংলার জনগণের জন্য। এখানে আমরা নিজের কোন চাওয়া-পাওয়া কিছু নেই। আর বাবা-মা, ভাই- সবই হারিয়েছি, হারাবারও কিছু নেই।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘শুধু একটা জিনিসই চাই, যে দেশকে আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, যে স্বপ্নটা তার ছিল, সে স্বপ্নটা যেন পূরণ হয়, বাংলাদেশ যেন হয় ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ। এই বাংলাদেশকে সেভাবে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

Leave A Reply

Your email address will not be published.