ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই নিখোঁজ!

352

আর্ন্তজাতিক ডেস্ক: আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) প্রেসিডেন্ট মেং হংওয়েই নিখোঁজ রয়েছেন। চীনে যাওয়ার পর এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন তিনি। তবে ইন্টারপোল ও চীনা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু জানায়নি।

শুক্রবার রাশিয়ান সংবাদ মাধ্যম এমনটি জানিয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তে নেমেছে ফরাসি পুলিশ।

৬৪ বছর বয়সী মেং চীনের নাগরিক। তার স্ত্রী ফ্রান্সের লিওন শহরে বসবাস করেন। তার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গত সেপ্টেম্বরের শেষ চীনে যাওয়ার পর থেকে মেং নিখোঁজ রয়েছেন।

ইন্টারপোলের ৯৫ বছরের ইতিহাসে প্রথম কোনো চীনা নাগরিক হিসেবে পরিচালকের দায়িত্ব পালন করছেন মেং। ২০১৬ সালের নভেম্বরে চার বছর মেয়াদে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.