জুতায় ‘টয়লেট পেপার’, ফের নেটদুনিয়ায় হাসির খোরাক ট্রাম্প!‌

385

আর্ন্তজাতিক ডেস্ক: ফের নেটদুনিয়ায় হাসির খোরাক হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের জুতায় টয়লেট পেপার জড়িয়ে রয়েছে এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই হাসির  হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।

বৃহস্পতিবার সকালে মিনাপলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারফোর্স ওয়ানে প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমানে ওঠার সময় তার ছবি তোলা হচ্ছিল। সেই ছবিতে দেখা যায়, বিমানের সিঁড়ি দিয়ে ট্রাম্প যখন উঠছেন, তখন তার বাঁ পায়ের জুতায় টয়লেট পেপার জড়িয়ে। সেই অবস্থাতেই ট্রাম্প সিঁড়ি ভাঙছেন। তবে সিঁড়ি দিয়ে উঠে বিমানে ঢোকার সময় মার্কিন প্রেসিডেন্টের সেই ছবি ভাইরাল হওয়ার পরেই তাকে হাসির খোরাক হতে হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, সিঁড়ি ভেঙে ওঠার সময়ে ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর চারজন দেহরক্ষী। এই চার দেহরক্ষীদের মধ্যে মাত্র একজনই ট্রাম্পের জুতায় লেগে থাকা টয়লেট পেপারটি লক্ষ্য করেন। বাকিরা কেউ লক্ষ্যই করেননি। যে দেহরক্ষী টয়লেট পেপারটি লক্ষ্য করেছিলেন, তিনি ট্রাম্পকে বিষয়টি নিয়ে সতর্ক করারও চেষ্টা করেন।

কিন্তু ট্রাম্প তখন বিমানবন্দরে উপস্থিত জনতাকে লক্ষ্য করে হাত নাড়তে এতই ব্যস্ত যে দেহরক্ষীর সতর্কবাণীতেও কর্ণপাত করেননি। যা দেখে টুইটারে রসিকতা, ‘‌ট্রাম্প কবেই বা কার কথা শুনেছেন!‌’‌‌‌

Leave A Reply

Your email address will not be published.