‘মিয়ানমারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার জাতিসংঘের নেই’

406

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং বলেছেন, দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার অধিকার জাতিসংঘের নেই। জাতিসংঘের আহ্বানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করার পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন দেশটির সেনাপ্রধান।

মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত দৈনিক পত্রিকা ‘মিয়াওয়াদি’র বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সোমবার মিয়ানমার সেনাপ্রধানের বক্তব্য তুলে ধরে। বক্তব্য মিয়ানমার সেনাপ্রধান বলেন, কোনো দেশ, সংগঠন বা গ্রুপের অন্য একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার নেই।

সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ আগস্ট ২০১৭ সালে রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে কমপক্ষে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। তবে দুইদিন পর থেকেই মিয়ানমার জাতিসংঘ মিশনের এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছে।
এদিকে, জাতিসংঘের বিশেষজ্ঞরা গণহত্যার প্রমাণ পেয়েছে দাবি করার পর এ বিষয়ে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি।

Leave A Reply

Your email address will not be published.