এক নজরে ভারত-পাকিস্তান ম্যাচ

412

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ১৪তম এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে ৮ উইকেটে ভারত জিতলেও আজ যে পাকিস্তান ছেড়ে কথা বলবে না তা ধারণা করাই যায়। আর সেই উত্তাপ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা। তবে তার আগে দেখে নেয়া যাক দুই দলের পরিসংখ্যান।

১. এখন পর্যন্ত এই দুই দল ১৩০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫৩ ম্যাচের বিপরীতে পাকিস্তান ম্যাচ জিতেছে ৭৩টি।

২. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় রান ৩৫৬। ভারত ৯ উইকেটে করেছিলেন এ রান। পাকিস্তানের সর্বোচ্চ রান ৩৪৪।

৩. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকার। ৬৯টি ম্যাচ খেলেছেন মাস্টারব্লাস্টার।

৪. সর্বোচ্চ রানের মতো সর্বনিম্ন রানও ভারতের, ৭৯। পাকিস্তানের সর্বনিম্ন রান ৮৭।

৫. দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২৪২৬ রান করেছেন শচীন টেন্ডুলকার। ইনজামাম-উল-হক রান করেছেন ২৪০৩।

৬. দুই দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান সাঈদ আনোয়ারের। ১৯৪ রান করেছিলেন বাঁহাতি ওপেনার।

৭. দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। ৬০টি উইকেট নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

৮. ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন আকিব জাভেদ। যা মুখোমুখি লড়াইয়ে সেরা বোলিং ফিগার।

৯. শচীন টেন্ডুলকার ও সালমান বাট ৫টি করে সেঞ্চুরি করেছিলেন।

১০. সোহেল তানভীর দুই দলের মুখোমুখিতে সবথেকে বাজে বোলিং ‍উপহার দিয়েছেন। ১০ ওভারে ৮৭ রান দিয়ে নেন ১ উইকেট।

Leave A Reply

Your email address will not be published.