নারীর লজ্জাস্থানের ভিতর মাদকের কারবার, হতবাক পুলিশ!

376

আর্ন্তজাতিক ডেস্ক: লন্ডনে এক নারীকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছ পুলিশ। অভিযোগ, সেই নারী স্কটল্যান্ড থেকে কোকেন ও হেরোইন পাচার করে নিয়ে লন্ডনে এসেছিল। এরপর তল্লাশি করতে গিয়ে চমকে গিয়েছিল পুলিশ। কারণ এমন জায়গায় মাদক লুকনো থাকতে পারে তা ভেবেই অবাক হয়ে যায়।

জানা যায়, সেই নারীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করতেই অন্তর্বাসের ভিতর থেকে বেশ কিছু মাদকের প্যাকেট পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল সত্য। সেই নারী তার লজ্জাস্থানের ভিতরে ৮০টি মাদকের প্যাকেট লুকিয়ে রেখেছিল।

তবে নিজেকে মাদক পাচারকারী নয় বলে দাবি করেছে সেই নারী। নিজের ব্যক্তিগত কাজের জন্য এই মাদকগুলি এনেছিল সে। এমনটাই তিনি পুলিশকে জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.