দেশে ফিরেছেন ৮০,৯২২ হজযাত্রী, মারা গেছেন ১২৭ জন
ঢাকা: পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৯২২ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৪টি ও সৌদি এয়ারলাইন্সের ১১৫টিসহ মোট ২১৯টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৬ সেপ্টেম্বর।
চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১২৭ জন হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্য পুরুষ ১০৬ জন ও নারী ২১ জন।
১২৭ জনের মধ্যে মক্কায় ৮০ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০ জন মারা যান।
সর্বশেষ গাইবান্ধার মো. আমিন হোসেন (৭৬) গতকাল শুক্রবার (১৪ সেপ্টেম্বর) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর বিএম-০৮২৭৯০৮।
জানা গেছে, হজের আগের চেয়ে হজের পরেই বেশি হাজির মুত্যু হয়েছে। শুধু হজের পরের দিনই ১২ জন মারা গেছেন।
আর অধিকাংশ হাজির মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। বাংলাদেশ হজ মেডিকেল টিমের চিকিৎসকরা জানান, বাংলাদেশি হাজিদের বয়স বেশি হওয়ায় একেকজন ডায়াবেটিস, কিডনি, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। ফলে বয়োবৃদ্ধরাই বেশি সংখ্যায় মারা গেছেন।
উল্লেখ্য, এ বছর বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন হজযাত্রী (ব্যবস্থাপনা টিমের সদস্যসহ) সৌদি আরবে যান। এদের মধ্যে শুক্রবার পর্যন্ত মোট ৮০ হাজার ৯২২ জন হাজি দেশে ফিরেছেন। বাকিরা ফেরার অপেক্ষায় রয়েছে।