সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্স প্রেসিডেন্ট

302

আর্ন্তজাতিক ডেস্ক: সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের প্রশংসা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেছেন ম্যাক্রন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৃহস্পতিবার রাতে টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন।

তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান পার্টির বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে পিটিআইয়ের বিজয়ে ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি জোর দিয়েছেন ম্যাক্রন। ইমরান খানও ধন্যবাদ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্টকে। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ইসলামাবাদের লড়াইয়ের প্রশংসা করেছে ইমানুয়েল ম্যাক্রন। দুই দেশের সম্পর্কোন্নয়নে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে যেভাবে ইসলামাবাদ কঠোর পদক্ষেপ করেছে তা প্রশংসানীয়। জঙ্গি দমনে পাকিস্তানের অবদানকে মান্যতা দেওয়া উচিত বলে দাবি করে চীন।

Leave A Reply

Your email address will not be published.