যুক্তরাষ্ট্রে আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে নিহত ৫

340

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কার্ন নদী উপকূলের ব্যাকার্সফিল্ড শহরে আত্মঘাতী বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবারের এ ঘটনায় আত্মঘাতী হয়েছে সেও।

এ বিষয়ে কার্ন কাউন্টির প্রশাসনিক প্রধান ডনি ইয়াংব্লাড বলেন, ওই বন্দুকধারী প্রথমে একটি ট্রাকিং কোম্পানিতে তার স্ত্রী ও অন্য একজনকে হত্যা করে। এরপর আরেকজনকে ধাওয়া দিয়ে গুলি করে মারে। ওই ব্যক্তি তারপর আরেকটি আবাসিক ভবনে ঢুকে আরও দু’জনকে হত্যা করে। তখন তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধরতে গেলে নিজেই নিজেকে গুলি করে ওই ব্যক্তি।

ঘটনাস্থল থেকে পুলিশ তার অস্ত্র উদ্ধার করেছে জানিয়ে ক্যালিফোর্নিয়ার প্রশাসনিক প্রধান জানান, কেন এই দফায় দফায় গুলির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। তবে তদন্তের স্বার্থে ওই বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.