হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

370

ঢাকা: সংস্কারের পর আজ পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইন্টারকন্টিনেন্টালকে সাজানোর ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মুঘল স্থাপত্যশৈলীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রূপসী বাংলা হোটেলে ২৭২টি কক্ষ থাকলেও সংস্কারের পর ইন্টারকন্টিনেন্টালে কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২২৬টি। তবে কক্ষের আয়তন বাড়ানো হয়েছে।

সন্ধ্যায় উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হোটেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান।

নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.