শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর

321

ঢাকা: তথ্য প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন মহানগর দায়রা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আব্দুল্লাহ আবু। আর শহিদুল আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী, সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া।

আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুলকে গত ৫ আগস্ট রাতে তার ধানমন্ডির বাসা থেকে ডিবি আটক করে। পরে তথ্য-প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে তাকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.