ব্যালট পেপারে ভোটগ্রহণের পরামর্শ মার্কিন বিশেষজ্ঞদের

305

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে এখনো চলছে তদন্ত। এরইমধ্যে দেশটির ন্যাশনাল অ্যাকাডেমিস অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন জানিয়েছে, ভোট গ্রহণে কোনো ইন্টারনেট প্রযুক্তিই নিরাপদ, কিংবা বিশ্বাসযোগ্য নয়। এসবের চেয়ে ব্যালট পেপার সবচেয়ে নিরাপদ উপায়। কারণ এতে করে কোনো বিদেশী শক্তি নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলে যুক্তি দেখিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মৌলিক সংস্কারেরও সুপারিশ করেছেন ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞ প্যানেল। ৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সব প্রদেশ, রাজ্য, ও স্থানীয় নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের সুপারিশ করা হয়েছে। সূত্র: এপি

Leave A Reply

Your email address will not be published.