চিকিৎসার নির্দেশনা চেয়ে খালেদার করা রিটের শুনানি হয়নি

341

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট শুনানি হয়নি।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ নট টু ডে (আজকে নয়) আদেশ দেন।

এর আগে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা। স্বরাষ্ট্রসচিব, আইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারসহ সংশ্লিষ্ট সাতজনকে রিটে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দি রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.