প্যারিসের রাস্তায় ছুরি হামলা: ৭ পথচারী আহত

402

আর্ন্তজাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় ছুরি হামলায় সাত পথচারী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সময় রবিবার রাত ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় সন্ত্রাসী হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এক আফগান নাগরিক ছুরি ও লোহার রড নিয়ে পথচারীদের ওপর হামলা চালিয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে উত্তর পূর্বাঞ্চলীয় ফ্রান্সের ১৯তম প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী হঠাৎ পথচারীদের ওপর হামলা শুরু করে। প্রথমে সে দুই পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে। সে সময় কয়েক যুবক তাকে থামানোর চেষ্টা করে।হামলাকারী তাদেরকে আঘাত করে পালিয়ে যায়।এরপর দুই ব্রিটিশ পর্যটকের ওপর হামলা চালায় সে।

সূত্র: বিবিসি নিউজ, এবিসি নিউজ

Leave A Reply

Your email address will not be published.