ক্ষেপণাস্ত্র প্রদর্শন ছাড়াই উ. কোরিয়ার ৭০তম বার্ষিকী পালন

363

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি।

১৯৪৮ সালের এই দিনে গণ-প্রজাতান্ত্রিক কোরিয়া যার আনুষ্ঠানিক নাম উত্তর কোরিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। দিবসটি উপলক্ষে ব্যাপক সামরিক সমাবেশ এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। কিন্তু এবার প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করা হয়নি।

নিরস্ত্রীকরণ নিয়ে গত জুন মাসে কিমের সাথে ট্রাম্পের আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া চলতি মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে উনের সাথে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.