সমুদ্রে নজরদারি বাড়াতে চীনের স্যাটেলাইট উৎক্ষেপণ

405

আর্ন্তজাতিক ডেস্ক: সমুদ্রের পানি ও জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণ করতে চীন শুক্রবার নতুন একটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে।

বার্তা সংস্থা জিনহুয়া জানায়, এইচওয়াই-১ সি স্যাটেলাইটটি বহনকারী রকেট লং মার্চ-২ সি স্থানীয় বেলা সোয়া ১১টায় শানজি প্রদেশের তাইউয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

নতুন স্যাটেলাইটটি সমুদ্রের রঙ এবং পানির তাপমাত্রা পর্যবেক্ষণে সহায়তা করবে। এই ভূ-উপগ্রহটি পৃথিবীজুড়ে সমুদ্রের গতিবিধি সম্পর্কিত গবেষণার জন্য মৌলিক তথ্য সরবরাহ করবে বলে দাবি করছে চীনের বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ও জাতীয় প্রতিরক্ষা শিল্প বিষয়ক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।

কর্তৃপক্ষ বলছে, চীনের সমুদ্র, দ্বীপ ও  উপকূলীয় এলাকায় প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সম্পর্কিত জরিপের কাজে এসব তথ্য ব্যবহার করা হবে। এছাড়াও সামুদ্রিক দুর্যোগ মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের জন্য এগুলো কাজে লাগবে।

পাঁচ বছরের সক্রিয় থাকার মতো স্যাটেলাইটটি চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির তত্ত্বাবধানে তৈরি করেছে চায়না স্পেসস্যাট কোম্পানি।

প্রথমবারের মতো চীন ২০০২ সালে সামুদ্রিক স্যাটেলাইট এইচওয়াই-১এ উৎক্ষেপণ করে মেরিন স্যাটেলাইট প্রকল্পের ভিত্তি রচনা করে। এরপর ২০০৭ সালে তারা এইচওয়াই-১বি স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

এরপর ২০১৯ সালে দেশটির এইচওয়াই-১ ডি স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা রয়েছে। এসব স্যাটেলাইট চীনের গভীর সমুদ্রে পর্যবেক্ষণ করার সক্ষমতা বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.