অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে যা বললেন সিইসি

২৭ ডিসেম্বর হতে পারে জাতীয় নির্বাচন

329

ঢাকা: আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে অর্থমন্ত্রীর এমন বক্তব্য নাকচ করে তার বক্তব্যের সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

নুরুল হুদা বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কথা বলিনি। আমাদের সাথে কোন আলোচনাও হয়নি। মন্ত্রী ভুল বলেছেন।

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ফেম্বোসা সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনো কিছু বলিনি। তার এ বিষয়ে কথা বলা উচিত হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে কথা বলে মন্ত্রী ঠিক করেননি।

উল্লেখ্য, বুধবার সচিবালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর হতে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এর তিন মাস আগে বর্তমান মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে ছোট পরিসরের একটি মন্ত্রিপরিষদ গঠন করা হবে। তবে বর্তমান সংসদ বহাল থাকবে।

Leave A Reply

Your email address will not be published.