শপথ নিলেন সালাম মুর্শেদী

325

ঢাকা: খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দীঘলিয়া) আসনের উপ-নির্বাচনে বিজয়ী আব্দুস সালাম মুর্শেদী সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে স্পিকারে সংসদের কার্যালয়ে শপথ নেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ ই ম গোলাম কিবরিয়া।

এসময় জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মো. মোল্লা জালাল, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ, এফবিসিসিআই’র পরিচালক মো. হাবিবুল্লাহ ডন প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে খুলনা-৪ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২০ সেপ্টেম্বর এখানে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু, ওই আসনে আর কোনো প্রার্থী না থাকায় সালাম মুর্শেদীকে গত ২৬ আগস্ট বিজয়ী ঘোষণা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.