ত্রিপোলিতে ৩৯ জন নিহতের জেরে জরুরি অবস্থা জারি

363

আর্ন্তজাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গত কয়েকদিনের সংঘর্ষে অন্তত ৩৯ জনের মৃত্যুর ঘটনায় ত্রিপোলি ও এর আশপাশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার। আজ সোমবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গ্রুপগুলোর ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৯ জনের প্রাণহানির ঘটনায় সরকার জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিল।

ত্রিপোলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষকালে সশস্ত্র গোষ্ঠীগুলো রকেট হামলা পর্যন্ত চালিয়েছে। এ কারণেই এতো বিপুলসংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য সংঘর্ষ থামাতে অনেক নাগরিকই দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

এদিকে পশ্চিমা সমর্থিত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে জরুরি অবস্থা জারি করছে প্রেসিপেন্সিয়াল কাউন্সিল, যাতে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Leave A Reply

Your email address will not be published.