রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সড়ক বিল ফেরৎ পাঠাল সংসদ

405

ঢাকা: আগামী ৯ সেপ্টেম্বর সংসদের শেষ অধিবেশন। এই অধিবেশনে নতুন ৯টি বিল উত্থাপনের জন্য জমা পড়েছে। এর মধ্যে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিদ্যমান সড়ক পরিবহন আইন সংশোধনী বিলও রয়েছে।

সম্প্রতি বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে নতুনভাবে সড়ক পরিবহন বিল ২০১৮ সংসদের আইন শাখায় জমা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু তড়িঘড়ি করে বিলটি জমা দেওয়ায় বিলে ক্রুটি খুঁজে পায় সংসদ সচিবালয়। রাষ্ট্রপতির অনুমোদন না থাকায় সংসদ সচিবালয়ের আইন শাখা বিলটি এরই মধ্যে ফেরৎ পাঠিয়েছে।

বিধি মোতাবেক কোনো বিলে রাষ্ট্রের অর্থ ব্যয়ের প্রসঙ্গ জড়িত থাকলে রাষ্ট্রপতির অনুমোদন প্রযোজন হয়।

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এ ক্ষেত্রে ভুলটি করেছে আইন মন্ত্রণালয়। তবে সেটা বড় ধরনের কোনো ভুল নয়। কারণ অধিবেশন শুরু হতে এখনো কয়েক দিন বাকি। এই সময়ের মধ্যে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিলটি সংসদে পাঠানো সম্ভব।

সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্র জানায়, আগামী অধিবেশনে পাসের জন্য সোমবার পর্যন্ত তাদের কাছে ২১টি বিল রয়েছে। এর মধ্যে সংসদীয় কমিটির সুপারিশ শেষে পাসের অপেক্ষায় আছে তিনটি বিল। নয়টি বিল যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে আছে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আরও বেশ কয়েকটি বিল আসতে পারে।

Leave A Reply

Your email address will not be published.