ইসরায়েলি হামলার কথা অস্বীকার করল সিরিয়া
আর্ন্তজাতিক ডেস্ক: সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটির ওপর ইসরায়েল হামলার খবর অস্বীকার করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
রবিবার সানা বলেছে, দিনের শুরুর দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে রাজধানী দামেস্কের কাছে মেজ্জেহ বিমানঘাঁটির একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে।
এর আগে, বিভিন্ন খবরে দাবি করা হয়েছিল যে, মেজ্জেহ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকিয়ে দিয়েছে। কোনো কোনো সূত্র দাবি করেছিল, মেজ্জেহ ঘাঁটিতে বিমান হামলা হয়েছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হামলার জন্য ইসরায়েল দায়ী এবং ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে একটি সামরিক সূত্র বলেছে, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে বিস্ফোরণটি ঘটেছে। এ ঘাঁটিতে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হয়নি।
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর ইসরায়েল সিরিয়ার ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। তবে সিরিয়াও ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে মাঝেমধ্যেই।