রোহিঙ্গা নির্যাতনকারীদের বিচারের দাবিতে হলিউডে বিক্ষোভ

311

নিউইয়র্ক থেকে: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠী নিধনের অভিপ্রায়ে বর্বরোচিত হামলায় দায়ীদের আন্তর্জাতিক আদালতে সোপর্দ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার লসএঞ্জেলেস সিটিতে বিশ্বখ্যাত হলিউডে ডলবি থিয়েটারের সামনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেন। এসময় তারা রোহিঙ্গাদের সসম্মানে বসতভিটায় ফিরে যাবার পরিবেশ তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশি সমাজকর্মী মোহাম্মদ শাহজাহান বাবুল ও মিয়ানমারের জাহিদ আরাকানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, সসম্মানে তাদের বাংলাদেশ থেকে স্বদেশ প্রেরণের নিমিত্তে মিয়ানমার সরকার, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সরকার ও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় বক্তব্য রাখেন মেক্সিকান-আমেরিকান কমিউনিটির পক্ষে আলফ্রানসো গমেজ, আফ্রিকান আমেরিকান কমিউনিটির পক্ষে রিচার্ড, নাইজেরিয়ান কমিউনিটির পক্ষে একনস, ইহুদি কমিউনিটির পক্ষে সিনথিয়া, খ্রীস্টান চার্চের পক্ষ থেকে এ্যামি। এছাড়া ভারতীয় রাজবিহারী, নেপালী শিদু ও ভুটানের থিমপাও বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.