সীমা লঙ্ঘন করলে কঠিন ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

352

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বা নির্বাচনকালীন সরকার গঠন এবং আকার একান্তই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপার।  তিনি আরো বলেন, রাজপথে নেমে পেট্রোল বোমা, জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক কাজ এগুলো কেউ গ্রহণ করবে না, যদি কেউ সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা সংস্থা কঠিন ব্যবস্থা নেবে।

সচিবালয়ে নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও মন্ত্রিপরিষদের আকার ছোট করে নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, যে সরকার নির্বাচনকালে থাকবে সেটা নির্বাচনকালীন সরকার। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। মেজর কোনো পলিসি টানবো না, মেজর কোনো পলিসি পরিবর্তন করবো না। আর নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, যে কোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনকে সহায়তা করবো।

Leave A Reply

Your email address will not be published.