পুয়ের্তো রিকোতে নিহতের সংখ্যা বেড়ে ২৯৭৫
আর্ন্তজাতিক ডেস্ক: পুয়ের্তো রিকো দ্বীপে প্রলয়ঙ্কারী হারিকেন আঘাত হানার প্রায় এক বছর পর নিহতের সংখ্যা নতুন করে প্রকাশ করা হয়েছে, যা আগের প্রকাশিত সংখ্যার চেয়ে ৫০ গুণ বেশি। গত ডিসেম্বরে জানানো হয়েছিল, হারিকেন মারিয়ার আঘাতে নিহতের সংখ্যা ৬৪।
২০১৭ সালের ২০ সেপ্টেম্বর আঘাত হানা ওই হারিকেনের প্রভাব ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এটি ছিল দ্বীপটিতে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী হারিেকেন। কিন্তু এ নিয়ে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের পরিমাণ সম্পর্কে হালনাগাদ তথ্য গত ডিসেম্বরের পর আর জানানো হয়নি। তবে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে নিহতের সংখ্যা ২৯৭৫।
প্রলয়ঙ্কারী সেই হারিকেনের সাক্ষী যারা হয়েছিলেন অনেকেই এ সম্পর্কিত ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। পরে পুয়ের্তো রিকোর গভর্নর নতুন করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। জর্জ ওয়াশিংটন ইউভার্সিটির মিলকেন ইন্সটিটিউট স্কুল অব পাবলিক হেলথ গবেষণাটি পরিচালনা করে। সূত্র: ইন্ডিপেনডেন্ট