অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর নতুন ধরনের মন্ত্রিসভা ঘোষণা

299

আর্ন্তজাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন স্কট মরিসন। শুক্রবার রাতে মরিসন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরই মধ্যে তিনি নতুন ধরনের মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন।

রবিবার রাতে ঘোষণা তিনি দেন ডুটোন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। তবে এই মন্ত্রীর দপ্তর থেকে অভিবাসন সংক্রান্ত দায়িত্ব সরিয়ে নিয়ে তার ক্ষমতা কমানো হবে। ডেভিড কোলম্যান অভিবাসন মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যারিস প্যাইনে জুলি বিশপের স্থলাভিষিক্ত হবেন। এর আগে ম্যারিস সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের অধীনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বিশপ দলের শীর্ষ নেতৃত্বের জন্য মরিসন ও ডুটোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু প্রথম দফার ভোটাভুটিতে তিনি ছিটকে পড়েন। বিশপ দলের উপনেতা হিসেবে ১১ বছর দায়িত্ব পালন করেন। তিনি রবিবার পদত্যাগের ঘোষণা দেন। সাবেক প্রতিরক্ষা শিল্পমন্ত্রী ক্রিস্টোফার পাইনেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

জ্বালানীমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আঙ্গুস টেইলরকে। তার পূর্বসূরী জোশ ফ্রেইডেনবার্গ শুক্রবার দলের উপনেতা হয়েছেন। তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.