উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের বক্তব্য ‘দায়িত্বহীন’: চীন
আর্ন্তজাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্পর্ক। আর এই ইস্যুতে চীনকে জড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘দায়িত্বহীন’ বলে আখ্যায়িত করেছে বেইজিং।
এর আগে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে চীন উত্তর কোরিয়ার ওপর পরমাণু কর্মসূচি বন্ধে চাপ সৃষ্টির জন্য কার্যকর ভূমিকা রাখছে না। চীন এ বিষয়ে সাহায্য করছে না।
এর প্রেক্ষিতে শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ট্রাম্পের বক্তব্য মূল বিষয়ের বিপরীত। চীন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
সূত্র: বিবিসি