ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি, ইরানকে সহায়তার সিদ্ধান্তে অটল ইইউ

379

আর্ন্তজাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ক্রমেই মার্কিন-ইরান সম্পর্ক জটিল রূপ ধারণ করছে। ইতোমধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর মার্কিন এ পদক্ষেপের বিপরীত দিকে হাঁটছে যুক্তরাষ্ট্রের মিত্র ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার ক্ষতি কাটিয়ে নিতে ইরানকে ত্রাণ সহায়তার কথা জানিয়েছে ইইউ। তবে এ পরিকল্পনার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ইরানের এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, ইরানের জন্য ইউরোপীয় ইউনিয়নের ত্রাণ সহায়তা করা উচিত নয়। তবে ইরানকে সহায়তা প্রদানের সিদ্ধান্তে অটল রয়েছে ইইউ।

ইউরোপীয় কমিশনের এক বিবৃতি অনুযায়ী, ইরানের বেসরকারি খাতের উন্নয়নসহ টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে এ অর্থ ব্যয় হবে।

শুক্রবার ইরান বিষয়ক ইইউর বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের এই ২ কোটি ৭০ হাজার মার্কিন ডলারের সহায়তা প্যাকেজটি ‘ইরান সরকারকে এর জনগণের আকাঙ্খাকে অবহেলা ও অর্থবহ পরিবর্তন না ঘটানোর শক্তি যোগাবে।’

Leave A Reply

Your email address will not be published.