যুবলীগ নেতা হারুনকে পেয়ে উচ্ছ্বসিত রায়পুরাবাসী
ঢাকা: আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নরসিংদীর রায়পুরা উপজেলার সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রিয় নেতাকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠে গণসংযোগস্থলগুলো।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে হারুনুর রশিদ বলেন, ‘এলাকাবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম। যতদিন বেঁচে থাকব একইভাবে পাশে থেকে সেবা করতে চাই।’
ঈদ উপলক্ষে নরসিংদীর রায়পুরার বিভিন্ন স্থানে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। রায়পুরা উপজেলার আমীরগঞ্জ, হাইরমারা, চরশুবুদ্ধি, হাঠুভাঙ্গা, খানাবাড়ি, রায়পুরা বাজার, মহেষপুর, সাপমারা, নীলকুঠি, মড়জাল এলাকায় গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন, সিনিয়ার সহ-সভাপতি অ্যাডভোকেট ইউনুছ আলী ভূইঞা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইমান উদ্দিন ভূঁইঞা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, সাধারণ সম্পাদক আলমগীর সরকার, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ, জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান, স্বেচ্ছা সেবক লীগ নেতা হান্নান সকার, তাঁতীলীগ সভাপতি মোঃ ধন মিয়া, রায়পুরা পৌর কমিশনার আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন সরকার, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মন্জুর এলাহী, উপজেলা যুবলীগের সহসভাপতি শিল্পপতি আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগকালে যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ বলেন, ‘বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তার সুফলও দেশের প্রতিটি জনগণ এখন পাচ্ছেন। দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।’
গণসংযোগে বিপুলসংখ্যক মানুষ দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা পাশে থাকলে এলাকার উন্নয়নে অনেক কিছু করা সম্ভব। এই সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের পাশাপাশি আপনাদেরও এগিয়ে আসতে হবে।’