স্কয়ার হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী
ঢাকা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে (৮২) গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৪ আগস্ট, শুক্রবার সকাল ১০টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে ভূমিমন্ত্রীকে পাবনা থেকে ঢাকায় আনা হয়। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ভূমিমন্ত্রীর মেয়ে মাহজাবিন শিরিন পিয়া জানান, ঈদুল আজহার নামাজের পর তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বর বেড়ে যাওয়ায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্ত পরীক্ষার পর জানা গেছে, তার ডেঙ্গু হয়েছে।
এ ছাড়া শরীরে অন্যান্য পরীক্ষাও করা হচ্ছে বলেও জানান পিয়া।