সেপ্টেম্বরে পাকিস্তানে ইমরান-পম্পেও বৈঠক!

311

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠক করতে ইসলামাবাদ সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেপ্টেম্বরের ৫ তারিখ এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকটি হলে পম্পেওই হবেন নতুন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককারী প্রথম কোন বিদেশি প্রতিনিধি। এর আগে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১৮ আগস্ট শপথ নিয়েছেন ইমরান।

পম্পেও পাকিস্তানের পাশাপাশি ভারত ও আফগানিস্তানও সফর করতে পারেন।

সূত্র: দ্য ডন

Leave A Reply

Your email address will not be published.