স্পেনে জাতীয় শোক দিবস পালিত

313

স্পেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসে সভা এবং দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখা। অনুষ্ঠানটিতে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্ব এবং  ছাত্রলীগ নেতা শফিউল আলম সুমন আলম সঞ্চালনা করেন।

প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের-সহ সভাপতি মো. বোরহান উদ্দিন, আক্তার উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, ইফতেখার আলম, মো. আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এনাম আলী খান, শাহরিয়ার মাসুম বিল্লাহ, অভিবাসন বিষয়ক সম্পাদক এ্যাড.তারেক হোসাইন, স্পেন ছাত্রলীগ নেতা শফিউল আলম সুমন, মকবুল হোসাইন, শেখ রায়হান উদ্দিন রুবেল, রাজীব, রাজু, বাপ্পী রহমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.