বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে লস এঞ্জেলেসে শিশু কিশোর মেলা অনুষ্ঠিত
লস এঞ্জেলেস থেকে ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লস এঞ্জেলেসে প্রথমবারের মতো শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত অনুপনা রিয়া অডিটরিয়ামে গত ১৮ আগস্ট এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা শিশুরাই অনুষ্ঠান পরিচালনা করে প্রশংসার দাবী রাখে যে মা-বাবা চাইলে শিশুরা বাংলাদেশের শেকড়ের সাথে সংযোগ রাখতে ইচ্ছুক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করে সাবিহা ও শর্মী জামান। পবিত্র গীতা পাঠ করে সানজিদা পাল।
সমবেত শিশুরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রর জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারীদের স্মরণে এক মিনিট নিরবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করে সুস্ময় ইসলাম, ফাহিম আহমেদ ও সিয়ামুসা সাকিবা। কবিতা আবৃতি করে প্রভাতী দেবী, সুদেব দাস ও শর্মী জামান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। নতুন প্রজন্মের শিশুদের উৎসাহ প্রদান ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু, বাফলা সভাপতি নজরুল আলম, টিয়া হাবিব, মাহতাব উদ্দিন টিপু, শিশু সংগঠক কাজী মনোয়ার হোসেন, ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ সভাপতি কামরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা করেন জাহিদ হাসান পিন্টু। বিশেষ সহযোগিতা করেন আজিজ আহমেদ ও আফরোজ আলম। সার্বিক পরিকল্পনায় ছিলেন সংগঠনের পরিচালক সালমা আলম। অনুষ্ঠারের শেষাংশে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন শফিকুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন সিয়ামুস সাকিবা ও শর্মী জামান। আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উদদেষ্টা রাজনীতিক ও কবি ফিরোজ আলম। লস এঞ্জেলেসে প্রথমবারের মতো ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি সকলের প্রশংসা অর্জন করে।