পুতিনের এক নাচ নিয়েই শুরু হয়েছে বিতর্ক

311

আর্ন্তজাতিক ডেস্ক: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসলের (৫৩) বিয়েতে নেচেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরপরই অস্ট্রিয়াকে মধ্যস্থতাকারী মানবে না বলে ঘোষণা দিয়েছে ইউক্রেন।

বিয়েতে যে পুতিন আসবেন তা শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। পুতিনকে বহনকারী বিমান অস্ট্রিয়ার গ্রাজ বিমানবন্দরে অবতরণের পরপরই সেখানে সব যাত্রী চলাচল বন্ধ করে দেয়া হয়। অস্ট্রিয়ার অভিজাত নিরাপত্তাবাহিনী কোবরা বাহিনীর পাহারায় অনুষ্ঠানস্থলে আগত পুতিনকে আমন্ত্রণ জানান কনে নিজেই।

এরপরই ইউক্রেনের জনপ্রতিনিধি ও পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য হানা হপকো বলেন, যদি নিজের বিয়েতে পুতিনকে দাওয়াত দেন তাহলে আপনি যে নিরপেক্ষ না এটা চোখ বন্ধ করেই বলে দেয়া যায়। ইউক্রেনে এখন অস্ট্রিয়া আর মধ্যস্থতাকারী হতে পারবে না।

তবে অস্ট্রিয়ার সরকার বলেছে, পুতিন ‘ব্যক্তিগত অতিথি’ হিসেবে বিয়েতে যোগ দেন। পররাষ্ট্র বিষয়ক নীতিতে এটা কোনো প্রভাব ফেলবে না।’ সূত্র: গার্ডিয়ান

Leave A Reply

Your email address will not be published.