‘নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী’

এটাই সংবিধানের নিয়ম

353

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপিরা একবার বলে তত্ত্বাবধায়ক সরকার, একবার বলে সহায়ক সরকার। আরে সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে আগামী দিন। এখানে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার প্রতিষ্ঠা করার কোন সুযোগ সংবিধানে নেই, প্রশ্নই উঠে না। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী, এটাই সংবিধানের নিয়ম।’

শনিবার (১৮ আগস্ট) বিকেলে সাভারের হেমায়েতপুরে শোক দিবসের এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডে জিয়া পরিবারই সরাসরি জড়িত, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সত্য কথা বলায় বিএনপির আতেঁ ঘা লেগেছে। নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলেও জানান খাদ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার কোন সুযোগ নেই। যেহেতু তারা সংসদে প্রতিনিধিত্ব করেন নাই। এরা আইএসের এজেন্ট। এটা ধ্রুব সত্য, এটাকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রধানমন্ত্রী সত্য কথা বলায়, আজকে ফখরুল ইসলাম আলমগীরা আতেঁ ঘা লেগেছে।’

Leave A Reply

Your email address will not be published.