পর্তুগালে জাতীয় শোক দিবস পালিত
লিসবন, পর্তুগাল: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগাল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বুধবার সকাল ৯ টায় দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়।
বিকাল ৪ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের কনসুলার মো নুর উদ্দিন। এরপর ১ মিনিট নিরাবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠানের সুচনা হয়।
রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও হাসান আবদুল্লাহ তহিদের সঞ্চালনায় রাষ্ট্রপতির শোক বার্তা পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ। প্রধানমন্ত্রীর শোক বার্তা পড়ে শোনান দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সামিউল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক বার্তা পাঠ করেন সাহাবুদ্দিন।
আলোচনা পর্বের শেষে নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম মসজিদের দ্বিতীয় খতিব মোহাম্মদ হাসান।