দুর্গম চর থেকে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী গ্রেপ্তার

446

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক লুৎফুন্নাহার লুমাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ডিএমপির তদন্ত দল ও বেলকুচি পুলিশ যৌথ অভিযান চালিয়ে চরাঞ্চল ক্ষিদ্র চাপড়ির চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লুৎফুন্নাহার লুমা গোপালগঞ্জ জেলার কাশিয়াানি উপজেলার বাঐখোলা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে ও ইডেন কলেজের শিক্ষার্থী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ‘লুৎফুন্নাহার লুমার বিরুদ্ধে রমনা থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বেলকুচির ক্ষিদ্র চাপড়ির চরে দাদার বাড়িতে পালিয়ে ছিলেন। বেলকুচি থানা পুলিশ এবং ডিএমপির মামলার তদন্ত টিম যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।’

Leave A Reply

Your email address will not be published.