সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশী ছাত্রী-ছাত্রীর মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরন করেছে উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির সৌজন্যে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির প্রায় সাত’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে এসব স্কুল সাপ্লাই বিতরণ করে সংগঠনটি। গত ১৩ আগস্ট সোমবার ব্রঙ্কসের বাংলাবাজার-স্টারলিং এলাকায় ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে ছাত্রী-ছাত্রীরা গ্রহণ করে এসব সামগ্রী। এ সময় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের স্পন্সর পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মি. জি)। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী, সিপিএ আহাদ আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা আব্দুর রব ধলা মিয়া, সাবেক সভাপতি মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট মো. মোতাসিন বিল্লাহ তুষার, আবদুল মুহিতসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচির সাথে যুক্ত হতে পেরে তিনি নিজকে ধন্য মনে করছেন। তিনি বলেন, নতুন প্রজন্মের মেধাবীরা কমিউনিটির জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন এ প্রত্যাশা সকলের।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সকলকে ধন্যবাদ জানিয়ে তাদের সবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দিতে বিগত ৭ বছর যাবত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে আসছে। সবসময় তাদের সাথে থাকার জন্য তারা পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী ফার্মাসিস্ট গৌরব কোঠারী (মি. জি) কে বিশেষ ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান শেষে আগামী ৫ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি বিগত ৭ বছর যাবত অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে সংগঠনটি।
