১৮ আগষ্ট ,শনিবার কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশীদের বনভোজন 

541

সুব্রত চৌধুরী : আগামী ১৮ আগষ্ট ,শনিবার কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনের ওয়াবামুন লেক প্রভিনসিয়াল পার্ক এর    মনোরম পরিবেশে প্রবাসী  বাংলাদেশীদের জন্য  বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে।

বনভোজনের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান,  খেলাধূলা, যেমন খুশি তেমন সাজো,  আকর্ষণীয়  রেফল ড্র ইত্যাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন স্থানীয়   প্রবাসী সংগীত  শিল্পীরা।

আয়োজকদের পক্ষ থেকে সনজীব কুমার চৌধুরী,অনিরুদ্ধ সাহা,সুসেন দাশ,রাজীব সিকদার  প্রবাসীদেরকে  স্বপরিবারে  বনভোজনে অংশগ্রহনের মাধ্যমে তা সফল করার জন্য আহবান জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.