লন্ডনে পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনীতে গাড়ির ধাক্কা, চালক গ্রেফতার
যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে একটি গাড়ি ধাক্কা খাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। চালককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ একথা জানিয়েছে। খবর বিবিসি’র।
খবরে বলা হয়, ঘটনার পরপরই পুরো মধ্য লন্ডন ছেয়ে গেছে সশস্ত্র পুলিশ ও দমকলকর্মীতে। স্থানীয় সময় সকাল ৭:৩০ মিনিটে এই ঘটনা ঘটে। কাওকে পার্লামেন্টের আশপাশে যেতে দেওয়া হচ্ছে না।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, কয়েকজন সাইকেল আরোহী ঘটনায় সামান্য আহত হয়েছেন। আহত কারো অবস্থাই গুরুত্বর নয়।
ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক আছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি ইচ্ছাকৃতভাবে পথচারীদের আঘাত করার চেষ্টা করছিল।
বিবিসি’র খবরে বলা হয়েছে, চালককে গ্রেফতারের সময় তিনি শান্ত ছিলেন। তার মধ্যে অস্থিরতা দেখা যায়নি।